![শিক্ষা মন্ত্রণালয়ের বাংলা ভাষার প্রতি কী ‘দারুণ প্রেম’...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/12/hasan-shantonu_120130.jpg)
শিক্ষা মন্ত্রণালয়ের বাংলা ভাষার প্রতি কী ‘দারুণ প্রেম’! ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ে বাংলা কবিতা! ‘ব্যতিক্রম’ এ বই বিনা খরচে শিক্ষার্থীদের দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই জেলার মহেশপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে অংক তুলে দেয়া হয়েছে। ধর্ম বইয়ে অংক কেন? ‘সহনশীল মাত্রায় ঘুষ নেয়ার’ অংক শেখাতে?
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে