বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

যেভাবে পাবেন ভরাট ঠোঁট

যেভাবে পাবেন ভরাট ঠোঁট

ঢাকা, ১৫ জানুয়ারি, এবিনিউজ : ভরাট ঠোঁটে লিপস্টিকের সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। কোনো রকম সার্জারি ছাড়াই ভরাট ঠোঁট পাওয়া সম্ভব কেবল ঠিকভাবে লিপস্টিক লাগানোর মাধ্যমে। লিপস্টিকের মাধ্যমে ভরাট ঠোঁট পাওয়ার উপায় সম্পর্কে জেন নিন।

* মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ও গলায় ফোঁটা ফোঁটা করে ফাউন্ডাশন লাগিয়ে নিন।

* ভালো মতো বেইজ তৈরি করার জন্য ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন ত্বকে মিশিয়ে নিন।

* চোখের নিচে কালো দাগ ঢাকতে কন্সিলার ব্যবহার করুন।

* ঠোঁটের রঙের চেয়ে এক শেইড গাঢ় রংয়ের লিপ লাইনারের সাহায্যে ঠোঁট এঁকে নিন।

* ঠোঁট বেশি চিকন হলে সামান্য বাড়িয়ে ঠোঁট এঁকে নিন।

* এর পর ঠোঁটে গাঢ় গোলাপি রংয়ের লিপস্টিক লাগান।

* সবশেষে ঠোঁটের মাঝামাঝি অংশে সামান্য হাইলাইটার লাগান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত