![প্রশ্ন পত্র ফাঁসে কোন কোন শিক্ষক জড়িত। সকাল বেলা প্যাকেট খুলে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/17/ratan_121120.jpg)
প্রশ্ন পত্র ফাঁসে কোন কোন শিক্ষক জড়িত। সকাল বেলা প্যাকেট খুলে প্রশ্ন আউট করে দেন ---- শিক্ষামন্ত্রী
মন্তব্য : অনেকেই মাননীয় শিক্ষা মন্ত্রীর এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কেউ কেউ শিক্ষামন্ত্রীর পদত্যাগও চেয়েছে। তাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা - কোন কোন শিক্ষক যে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তা কি অস্বীকার করতে পারবেন ? মাননীয় শিক্ষামন্ত্রীর কথাটি ১০০% সঠিক। তথ্য প্রমান দিয়ে আমি বলে দিতে পারবো কোন কোন শিক্ষক সকালবেলা প্যাকেট খুলে প্রশ্নপত্র ছাত্রদের সরবরাহ করেন। সারা দেশের কথা বাদ দিলাম । এই আমার চাঁদপুরেই আমি বলে দিতে পারবো কিছু প্রতিষ্ঠান এমন কাজ করে।
১। পরীক্ষা ১০টায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা সকাল ৮টায় প্রশ্ন বের করে মোবাইলে ছবি তুলে ছাত্রদের সরবরাহ করেছে সেটা কি ভুলে গেছেন।?
২। সকালবেলা প্যাকেট খুলে প্রশ্ন ছাত্রদের সরবরাহ করার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষক গ্রেফতার হয়েছে সেটা কি ভুলে গেছেন ?
সব শিক্ষক ধোয় তুলসীপাতা নন। কিছু দুর্নীতিবাজ শিক্ষকদের কারণেই সারাদেশে নকলের বিস্তার রোধ করা যাচ্ছে না । সুস্পষ্ট আইন থাকার পরও কিছু দুর্নীতিবাজ প্রতিষ্ঠান প্রধান অকৃতকার্য ছাত্রদের ফরমপূরণের ব্যবস্থা করেছে তা কি সত্য নয় ? সত্যটা মেনে নেবার সাহস থাকা উচিত। সত্য মেনে নিয়ে নিজে সংশোধিত হওয়া উচিত।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে