![...নিশ্চয় দলীয় নির্দেশ নিয়েই থানা বিএনপির সাধারণ সম্পাদক আদালতে রিট করেছেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/18/khokon_121315.jpg)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচন স্থগিত চেয়ে আদালতে গতকাল রিট করেছিলেন ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ২ জন চেয়ারম্যান।
রিটের প্রেক্ষিতে আজ তিন মাসের জন্য তফসিল স্থগিত করলো আদালত।
বিষয়টি স্পষ্ট- বিএনপি জামাত জোট মুখে নির্বাচনের কথা বললেও তারা নির্বাচনকে ভয় পায়। তারা জানে, তাদের লুটপাট , বিদেশে অর্থপাচার , জ্বালাও পোড়াও এর সহিংস রাজনীতির জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
নিশ্চয় দলীয় নির্দেশ নিয়েই থানা বিএনপির সাধারণ সম্পাদক আদালতে রিট করেছেন।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে