![এদের পরিচয় জানতে চাই...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/ratan_121389.jpg)
এদের পরিচয় জানতে চাই ----
১৭ তারিখ আওয়ামী লীগের বেশ কিছু উপকমিটি গঠন করা হয়েছে। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যার প্রেক্ষিতে সে উপকমিটিগুলো বাতিল করার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
বাতিলের মধ্য দিয়ে এটা প্রমানিত হলো যে কমিটিতে বিতর্কিত লোকদের অন্তর্ভূক্ত করা হয়েছিল। একটি দুটি নাম হলে হতো। অনেক বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভূক্ত করায় এটাও প্রমাণিত যে এটি ভুল নয় বরঞ্চ জেনে শুনেই বিতর্কিতদের কমিটিতে নেয়া হয়েছে।
বিষয়টি হলো কারা এই উপকমিটিগুলো করেছেন , কারা এমন বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান করে দিয়েছে। তাদের উদ্দেশ্যই বা কি ? প্রচারিত আছে যে অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। যারা এই অপকর্মটি করেছেন তাদের চিহ্নিত করা জরুরী। এরাই দলের শত্রু। দলের জন্য এরা বিপজ্জনক। এরা পেছন থেকে দলকে ছুড়িকাঘাত করতেও দ্বিধা করবে না। কমিটি বাতিলের পাশাপাশি যারা কমিটি করেছে তাদের দল থেকে অব্যাহতি দেয়া প্রয়োজন। একটি দুটি এমন দৃষ্টান্ত স্থাপিত হলে ভবিষ্যতে আর বিতর্কিত ব্যক্তিদের দলে ঠাঁই দিতে কেউ সাহস করবে না।
যারা কমিটি করেছে তাদের নামগুলো জানা দরকার। মানুষ জানুক এরা কারা ? আমাদেরও সেটা জানার অধিকার আছে। তাদের চিনে রাখা ভাল।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে