বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...কোথায় হেফাজত,জামাত,তাবলীগ অার বাম বাবুরা??

...কোথায় হেফাজত,জামাত,তাবলীগ অার বাম বাবুরা??

চেতনার গায়ে অাগুন লাগতো যদি ভাস্কর্যের নুনু কাটা হতো,ভাস্কর্যের শাড়ী খুলে লুঙ্গী পরানো হতো,ধর্মের বিনাশ হতো যদি সুপ্রীম কোর্টে ভাস্কর্য বসানো হতো।জন দরদি রাজনীতি হতো যদি ফুটপাতের চাদাবাজির উৎস বন্ধ করে দেয়া হতো।

ইবতেদায়ীর শিক্ষক মারা গেল অনশন করতে করতে,প্রাইমারীর শিক্ষকরা লাঞ্চিত হলো দিনের পর দিন।অথচ,বিশ্ববিদ্যালয়ের কথিত বুদ্ধিজীবী শিক্ষকরা এর প্রতিবাদ করলোনা।গরীব, দুঃখী, মেহনতি মানুষের জনপ্রতিনিধিরা একটা শব্দও করলোনা।

ছাত্র ইউনিয়ন,সিপিডি,জাসদ,বাসদ,ছাত্রলীগ,ছাত্রদল,শিবির,জঙ্গী,নব্য জেএমবি, কারো চেতনায় অাঘাত লাগলো না।কারো ধর্ম বিনাশ হলেনা।স্বজন হারানোর ব্যাথায় কারো চোখ দিয়ে মায়া কান্নার পানি অাসলোনা।

তবে কে কিসের এবং কেন চেতনার ডুগডুগি বাজায় কানের কাছে? কার কল্যাণে এই ধর্মের অাবির্ভাব যদি নিরীহ মানুষের পাশে ধার্মিকরা না দাড়ায়? কোথায় হেফাজত,জামাত,তাবলীগ অার বাম বাবুরা??

ইলিয়াস হিমেল’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত