![ঢাকায় একটা বিশেষ জনগোষ্ঠী বিকশিত হচ্ছে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/hasan-shantonu_121816.jpg)
ঢাকায় একটা বিশেষ জনগোষ্ঠী বিকশিত হচ্ছে। তাঁদের অভিরুচি, সংস্কৃতি মারাত্মক উদ্ভট। ঢাকায় থাকলেও তাঁরা শহুরে হয়ে ওঠতে পারছেন না, গ্রাম্যতাও ছাড়তে পারছেন না। তাঁরা বৈশাখের প্রথম দিনের উৎসবে বাসার বাইরে এসে উচ্ছ্বাস করেন, আবার হেফাজতের ফতোয়ার পক্ষেও হাততালি দেন।
তাঁদের বাপ-দাদা গ্রামে মাইক বাজিয়ে বিয়ে করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় পারিবারিক অনুষ্ঠানে বাসার ছাদে তাঁরা গভীর রাতে ডিজে পার্টির আয়োজন করেন। কথিত আনন্দের কারণে কেউ অসুস্থতা বোধ করলে তাঁকে চিরতরে সব ‘অসুস্থতা থেকে মুক্তি দেয়ার ব্যবস্থা করতেও’ তাঁদের বুক কাঁপে না। দুঃখজনক হলেও বিষয়গুলো সত্য।
নব্বইয়ের দশকের শুরুতে এদেশে মুক্তবাজার অর্থনীতিকে অবাধ প্রজননের সুযোগ করে দিয়েছেন রাজনীতিকরা। এর সঙ্গে ঢাকাসহ শহুরে সমাজে উদ্ভট জনগোষ্ঠীটা জন্মায়। তাঁরা আসলে মুক্তবাজার বা পুঁজিবাদের পার্শ্বপ্রতিক্রিয়ার ফসল। বিশ্বায়নকে ঠেকানো যাচ্ছে না, যাবেও না। তাহলে ওই জনগোষ্ঠীর দোষ কোথায়? দোষটা তাঁদের নয়, তবে আমাদের দুভার্গ্য। এ জনগোষ্ঠীর বিকাশ ঠেকানো আপাতত অনেক কঠিন। তাঁদেরকে রাত-বিরাতে সহ্য করা ছাড়া গতি নেই।
হাসান শান্তনু’র স্ট্যঅটাস থেকে