![...বেগম জিয়া কে সামনে রেখে অনেক পেয়েছেন আর নয় !](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/farid_121939.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গ্রাজুয়েট নির্বাচন হলো। সেখানে কি কাউকে বেঁধে রেখেছিল ? যদি না হয় তা হলে হারলেন কেন ? যেকোনো ভাবেই নির্বাচন হোক না কেন ১৫ টির বেশি সিট পাবেন কি ? নজর দিন ভারতের দিকে কত বছর লেগেছে বি জে পি কে ক্ষমতায় আসতে। আওয়ামী লীগকে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। অবসর নিয়ে ক্ষমা চেয়ে নূতুনদের নিজেদের মতো রাজনীতি করতে দিন। বেগম জিয়া কে সামনে রেখে অনেক পেয়েছেন আর নয় !
ফরিদ আহমেদ’র স্ট্যাটাস থেকে