বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নেল পালিশের দাম ১ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার টাকা!

নেল পালিশের দাম ১ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার টাকা!

ঢাকা, ২২ জানুয়ারি, এবিনিউজ : কথায় বলে, পয়সা থাকলে চাঁদও কিনে আনা যায়। আসলে টাকা প্রচুর থাকলে, সেটা কীভাবে খরচ করা যায় ভেবে পান না অনেকেই। কেউ রাত কাটাতে যান প্যারিসে বা সুইজারল্যান্ডে। কেউ আবার বিলাসবহুল বিমানে ভ্রমণ করাকেই ‘লাক্সারি’ বলে মনে করেন। তবে এমন একটি নেল পালিশ কিনতে গেলেও দরকার প্রচুর টাকা। কারণ এ যেমন তেমন নেল পালিশ নয়, কোটি টাকার নেল পালিশ।

এই নেল পালিশের দাম ১ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার টাকা। চমকে যাবেন না, এতে আসল হীরা রয়েছে। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, কালো হীরা দিয়েই তৈরি ২৬৭ ক্যারাটের এই নেল পেন্ট। লস অ্যাঞ্জেলসের Azature নামে এক গয়নার কোম্পানি তৈরি করেছে এই নেল পালিশ।

এতে রয়েছে ১৪.৭ মিলিলিটার পেন্ট। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই এই চিন্তাভাবনা ছিল যে নখেও ব্যবহার করা যেতে পারে গয়নার উপকরণ। সেই পরিকল্পনা থেকেই তৈরি এই ব্ল্যাক ডায়মন্ড নেল পালিশ। হিসেব করে দেখা যাচ্ছে, প্রত্যেক নখের জন্য খরচ হবে ১ লক্ষ ৭৬ হাজার ৯৩০ টাকা। জানা গেছে, হট কেকের মত বিক্রি হয়ে যাচ্ছে এই নেল পালিশ।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত