![আবুল মিয়া হত্যায় ৭ জনের ফাঁসির রায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/habiganj-@abnews_122307.jpg)
হবিগঞ্জ, ২৪ জানুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দীঘলবাগ দাউদপুর গ্রামের মৃত আরাফত আলীর ছেলে বসির মিয়া ও মর্তুজ আলী, মর্তুজের ছেলে ফয়সল মিয়া, সজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম এবং আফসর আলীর ছেলে সুন্দর মিয়া।
মামলার থেকে জানা জায়, ২০০৮ সালের ২২শে জুন জমি নিয়ে বিরোধের জেরে মর্তুজ আলীসহ তার লোকজন আবুল মিয়াকে (৫৫) বাড়ির পাশের হাওড়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ওই দিন রাতেই আবুল মিয়ার ভাই সাদিক মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ মর্তুজ আলীর স্ত্রী চম্পা বেগমকে বাদ দিয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৪ জন সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
এবিএন/মমিন/জসিম