বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • কুমিল্লায় দুই সহোদর হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড

কুমিল্লায় দুই সহোদর হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড

কুমিল্লায় দুই সহোদর হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড

কুমিল্লা, ২৪ জানুয়ারি, এবিনিউজ : ২০০৮ সালে কুমিল্লা চৌদ্দগ্রামে ১০০ শত টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ২ আপন সহোদয় ভাই(শিশু)কে গলা টিপে হত্যা মামলায় আসামী একজনকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বেগম নুর নাহার বেগম শিউলী।

মামলার বিবরণে জানা গেছে- একশত টাকা পাওনা দেনা নিয়ে জেলার নাঙ্গকোটের শেখ ফরিদ ২০০৮ সালে ২৩ ফেব্রুয়ারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বিজয়পুর গ্রামে রাজারমার দিঘীর পাড়ে কবরস্থানের জঙ্গলে দুই সহোদয় ভাই মো: জাকির হোসেন(১০) ও আবদুল করিম (১২) কে গলা টিপে হত্যা করে। ওই মামলায় শেখ ফরিদকে একমাত্র আসামী করে মামলা দায়ের করে শিশুদ্বয়ের পিতা সেরু মিয়া।

আদালত স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ, ৪র্থ আদালতের বিচারক বেগম নুর নাহার বেগম শিউলী আসামী শেখ ফরিদকে মৃতুদন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

মামলায় বাদী পক্ষে ছিলেন- অতিরিক্ত পিপি এডভোকেট রাজ্জাকুল ইসলাম খসরু। আসামী পক্ষে ছিলেন- এডভোকেট শামীমা আরা শিমু।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত