
আনিস আলমগীর । কতটুকু বিকৃত রুচীর লোক হলে এমন মন্তব্য করতে পারে। এটা তার মানসিক বৈকল্য ছাড়া আর কিছু নয়। নিশ্চিত বলা যায় একটি নিকৃষ্ট পরিবার থেকে উঠে আসা নিকৃষ্ট মানসিকতার লোক ছাড়া এমন মন্তব্য কেউ করতে পারে না। মননে চিন্তায় এরা এখনো বর্বরই রয়ে গেছে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে