বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...ভাসুরদের নাম মুখে নিতে হয়না; বিবেকের মুখ বন্ধ

...ভাসুরদের নাম মুখে নিতে হয়না; বিবেকের মুখ বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের গেট ভেঙে উপাচার্যকে হেনস্তা করলো ছাত্রদল শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা- মিডিয়াতে তারা হয়ে গেলো “আন্দোলনকারী শিক্ষার্থী।”

উপাচার্যকে উদ্ধার করতে গেলো ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরা । মিডিয়াতে তারা হয়ে গেলো “হামলাকারী ছাত্রলীগ” ।

অথচ মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দুই পক্ষই হাতাহাতিতে লিপ্ত। হাতাহাতিতে লিপ্ত যাদের সাক্ষাৎকার মিডিয়াতে দেখানো হয়েছে তাদের সবাই বিভিন্ন ছাত্র সংগঠনের সক্রিয় নেতা কর্মী।

কিন্তু ক্যাপশনে লেখা হয়েছে “আন্দোলনকারী শিক্ষার্থী” আর “ হামলাকারী ছাত্রলীগ কর্মী”।

এপিক : ভাসুরদের নাম মুখে নিতে হয়না। বিবেকের মুখ বন্ধ ।

আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত