![জন্মের পর কাঁচা বাঁশের ছাল দিয়ে অদক্ষ হাতে নাড়ি কাটবার সময় আমার মরে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/hasan-shantonu_122757.jpg)
জন্মের পর কাঁচা বাঁশের ছাল দিয়ে অদক্ষ হাতে নাড়ি কাটবার সময় আমার মরে যাওয়াটা অস্বাভাবিক কিছু ছিলো না! বেঁচে গেছি! ‘বোধ, বুদ্ধি’ হওয়ার পর মায়ের কাছে জেনেছি, আমার জন্মের আগে তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। আমি ও মা, দুজনেরই তখন মৃত্যু হতে পারতো! আমি গর্ভে থাকাকালে মা তাঁর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন, অন্তত আমার জন্ম নেয়ার ক্ষণটি পর্যন্ত যেন তিনি পৃথিবীতে বেঁচে থাকতে পারেন! ঈশ্বর তাঁর প্রার্থনা শোনেন। ওই যাত্রায়ও তাই বেঁচে গেছি!
আশ্চর্যের হচ্ছে, প্রতিদিন বেঁচে থাকছি। অথচ কতোভাবে কতোজন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন নিত্যদিন! আমাদের মতো জীবনের কাছে বেঁচে থাকতে পারাটাই পরম সুখের। টানাপোড়েন, অপূর্ণতাকে জীবনের গুরুত্বপূর্ণ দিক ভেবেই প্রতিদিন সুখী মানুষদের মতো পথ চলতে চেষ্টা করি।
কাজ করছি, সামান্য ‘লেখালেখি’ করছি। চারপাশ থেকে সবার ভালোবাসা, স্নেহ পাচ্ছি। সব মিলিয়ে তাই ভালোই আছি। ভালো থেকো প্রিয় স্বদেশ। ভালো থাকা হোক পুরো পৃথিবীর, সব মানুষের।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে