![আপনি চাইলেই এমন একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তুলতে পারেন...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/ratan_123398.jpg)
আপনি চাইলেই এমন একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তুলতে পারেন। চাই শুধু একটু সদিচ্ছা। আর চাই একটু উন্নত মানসিকতা। আমাদের কলেজের যে বৈশিষ্টগুলো আপনাকে আকর্ষণ করবে
১। ক্যাম্পাসে কোন রকম পোষ্টার বা দেয়াল লিখন পাবেন না।
২। ক্যাম্পাসে একটুকরো পরিত্যাক্ত কাগজও পাাবেন না।
৩। ক্যাম্পাসের নানা রকম বাহারি ফুলের সমারোহ দেখতে পাবেন।
৪। ক্যাম্পাসে দেশের গুনিজনের বাণী সম্বলিত ছবি দেখতে পাবেন।
৫। ভবনে একটি ফ্যান বা লাইটের সুইচ ভাঙ্গা পাবেন না।
৬। ক্যাম্পাস ২৪ ঘন্টা বহিরাগত মুক্ত থাকে।
৭। পুরো ক্যাম্পাস আলো দিয়ে সজ্জিত করা হয়েছে।
৮। ছাত্র এবং শিক্ষকদের মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক।
৯। ছায়াসুনীবিড় একটি পরিবেশ আপনাকে বিমোহিত করবে।
১০। একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার আপনাকে আকর্ষণ করবে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে