![...অাইনের প্রয়োগ চলবে, মজুরি বোর্ড বাস্তবায়নের খবর থাকবে না, এমনটা যেন না হয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/shantonu_123443.jpg)
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ নম্বর ধারা, সাংবাদিকদের বেতন নির্ধারণে নয় নম্বর মজুরি বোর্ড-দুটিরই পক্ষে আমরা। ডিজিটাল আইন সংসদ ভবন হয়ে বাজারে এলে কষ্ট করে সাংবাদিকতার দরকার পড়বে না। সরকারি, বেসরকারি রাজনৈতিক দলের সংবাদ বিজ্ঞপ্তিই হয়ে ওঠবে প্রতিদিনের ‘শ্রেষ্ঠ সংবাদ’।
নয় নম্বর মজুরি বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের বেতন যথারীতি মোটা অংকের হবে। একদিকে অনুসন্ধানী প্রতিবেদনের পরিশ্রম থেকে রেহাই, অন্যদিকে মোটা অংকের টাকা! ভাগ্যের কী মহিমা! অাইনের প্রয়োগ চলবে, মজুরি বোর্ড বাস্তবায়নের খবর থাকবে না, এমনটা যেন না হয়।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে