বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...বঙ্গবন্ধুর দলটাকে এরা কোথায় নিয়ে ছাড়বে

...বঙ্গবন্ধুর দলটাকে এরা কোথায় নিয়ে ছাড়বে

শিবির নেতা শেরপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এতে আশ্চর্য হবার কি আছে। সারা দেশেইতো এমন পদ পদবী বেচাকেনা হয়েছে। এক শেখ হাসিনা কতদিক সামাল দেবেন। এবার হয়তো তাকে দল থেকে বহিস্কার করা হবে। এতেই কি সমাধান হবে ? শিবির নেতাতো ছাত্রলীগে আর এমনি এমনি আসেনি। পদ ক্রয় করেই এসেছে। কিন্তু যারা তাকে পদ দিলেন তাদের কি হবে ? তারা কি ঢাকা বসে পদ বিক্রি করলেন নাকি এলাকায় খোজখবর নিয়েছে। সারা দেশে কত ত্যাগী নেতা কর্মী আজ অবহেলিত। অর্থের কাছে তারা পরাস্ত। রাজপথে থেকে, জেল খেটে তাদের দলে স্থান হয় না। স্থান হয় শিবির কেডারের। বঙ্গবন্ধুর দলটাকে এরা কোথায় নিয়ে ছাড়বে।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত