বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • মিডিয়া
  • টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল, ১ ফেব্রুয়ারী, এবিনিউজ: দৈনিক যুগান্তর ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আজ বৃস্পতিবার টাঙ্গাইলে শোভাযাত্রা বের করা হয়। সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

যুগান্তরের টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম (বার), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মোজাম্মেল হক, এনএসআইয়ের টাঙ্গাইলের যুগ্ম পরিচালক খন্দকার ওয়াসিউর রহমান, মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, যুগান্তর স্বজন সমাবেশ টাঙ্গাইল শাখার সভাপতি সৈয়দ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ সোনা, ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, মির্জাপুর প্রতিনিধি সাজ্জাত হোসেন, দেলদুয়ার প্রতিনিধি নুরুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি মোঃ সেলিম হোসেন প্রমুখ।

এবিএন/তারেক আহমেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত