সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

...আপনাদের এমন দ্বিচারিতার জন্যই প্রশ্নপত্র ফাঁস হয়

...আপনাদের এমন দ্বিচারিতার জন্যই প্রশ্নপত্র ফাঁস হয়

সংলাপ :

জনৈক : ভাই কোথায় যাচ্ছেন ?

অভিভাবক: ভাই ছেলের জন্য প্রশ্নপত্র আনতে যাই।

জনৈক : আপনি তো কাল টিভি টকশোতে প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন ?

অভিভাবক : কি করবো ভাই পরিবারেরর সবাই বলে প্রশ্নপত্র এনে দিতে।

জনৈক : আপনি নিজেই প্রশ্নপত্রের পেছনে ছুটছেন আর অন্যদিকে নীতিকথা বলছেন ।

অভিভাবক : ধুর আপনি আবার রাইতের কথা দিনে টাইনা আনলেন কেন ?

জনৈক : ভাই আপনারা পারেনও বটে। নিজে চুরি করবেন আর চুরিকে উৎসাহিত করবেন অপরদিকে আরেকজনকে দোষারোপ করবেন । আপনাদের এমন দ্বিচারিতার জন্যই প্রশ্নপত্র ফাঁস হয়।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত