বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিশিষ্ট সাংবাদিক শেখ রকিব উদ্দিনের ইন্তেকাল

বিশিষ্ট সাংবাদিক শেখ রকিব উদ্দিনের ইন্তেকাল

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিশিষ্ট সাংবাদিক শেখ রকিব উদ্দিন আজ শনিবার ভোর সাড়ে ৫টায় বারডেম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাব ও এলিফ্যান্ট রোড কোয়ার্টার মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি অধুনালুপ্ত দৈনিক আজাদের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইউএনবি’র বিশেষ সংবাদদাতা ছিলেন। শেখ রকিব উদ্দিন সর্বশেষ ডেইলি ইন্ডিপেনডেন্টে কর্মরত ছিলেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন শেখ রকিব উদ্দিনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বিবৃতিতে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত