কয়েকদিন আগে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিয়ে যে আশঙ্কার কথা বলেছিলাম তা শতভাগই সত্য হলো। আগে হয়তো একই দিনে সব শিক্ষা বোর্ডে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হতো না কিন্তু মাননীয় মহান উদার মনের অধিকারী শিক্ষামন্ত্রীর যুগবান্ধব সিদ্ধান্তে এবার সারা দেশের ছেলে মেয়েরা পরীক্ষার আগেই অভিন্ন প্রশ্ন পেয়ে যাচ্ছেন যা এককালের সাম্যবাদী নুরুল ইসলাম নাহিদ সাহেবের সেই শ্রেণীহীন শিক্ষার্থী সমাজ উপহার দেয়ার প্রয়াস। অভিনন্দন শিক্ষামন্ত্রী! আপনারা খুবই ডেসপারেট, খুবই অ্যাগ্রেসিভ। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে এগিয়ে যাবে শিক্ষা আর তাতে বরাবরের মতো যুগান্তকারী ফলাফলেই খুশি হবেন আমাদের বঙ্গবন্ধু কন্যা। অভিনন্দন আপনাদের সকলকে, যারা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার "অভিন্ন প্রশ্নফাঁস" পদ্ধতি চালু করলেন।
নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে