![ভিন্ন আঙ্গিকে দেখার চোখ থাকতে হবে ক্যামেরাপার্সনদের : সৌমেন গুহ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/tcja-pic-2_124217.jpg)
ঢাকা, ০৪ জানুয়ারি, এবিনিউজ : কাজকে ছোট করে না দেখে পেশাদারিত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে সকল কাজকে দেখা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রগ্রাহক ও এটিএন বাংলা’র ক্যামেরা ম্যানেজার সৌমেন গুহ। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত দুই দিনব্যাপী প্রাণবন্ত আড্ডায় অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গতকাল ২ ফেব্রুয়ারী চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কস্থ চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) অফিস মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময়কালে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ডিরেক্টর অফ ফটোগ্রাফী রস ক্লেইটনও অংশ নেন। তিনি বলেন, যে কোন বিষয়কে ভিন্ন আঙ্গিকে দেখার চোখ দরকার। তাহলে একটি সাধারণ বিষয় থেকেও অসাধারণ ছবি তৈরি হতে পারে। রস ক্লেইটন আরো বলেন, শুধু ক্যামেরার টেকনলজিক্যাল দক্ষতা নয়, বরং প্রতিকূলতার মাঝে ক্যামেরাপার্সনকে অনেক সময় নিউজম্যানের ভূমিকা নেওয়ার দক্ষতাও অর্জন করতে হবে।
চট্টগ্রামের কৃতি সন্তান সৌমেন গুহ আলোচনায় কিভাবে ক্যামেরার পিছনের একজন সফল কারিগর হিসেবে নিজেকে গড়ে তোলা যায় তা নিয়েও আলোকপাত করেন তিনি। আড্ডায় তিনি বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস মিডিয়ায় খেলা কাভার করতে ক্যামেরা চালানোর অভিজ্ঞতা বিনিময় করেন।
এসোসিয়েশনের অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় আড্ডা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিইউজে'র নব-নির্বাচিত নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত, টিসিজেএ'র সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আলী আকবর, রনি দাশ, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দাশ, সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, নির্বাহী সদস্য মো. হাসান উল্লাহ, আহাদুল ইসলাম বাবু ও এমরাউল কায়েস মিঠু প্রমুখ।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর