![বিএনপি নামক যে দলটি গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজ ও অপরাধীদেরকে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/04/khokon_124276.jpg)
বিএনপি নামক যে দলটি গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজ ও অপরাধীদেরকে দলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
যে দলের নেত্রী খালেদা জিয়া জরিমানা দিয়ে নিজের কালো টাকা সাদা করেছেন এবং এতিমদের ফান্ডের টাকা মেরে খেয়েছেন।
যে দলের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসে স্বাক্ষী দিয়ে গেছে ।
যে দলের নেত্রীর কনিষ্ঠ পুত্র কোকো রহমানের অবৈধভাবে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা হয়েছে।
যে দলটি ১৯৯১ সালে নির্বাচনের সময় পাকিস্তানের কাছ থেকে ৫০ মিলিয়ন রুপি অনুদান নিয়েছিল। তৎকালীন আইএসআই প্রধান আসাদ দুররানি কোর্টের কাছে তা স্বীকার করেছে।
যে দলটি ২১শে আগস্টের গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে বঙ্গবন্ধু পরিবার ও তাঁর দলকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য।
যে দলটি নিজেদের রাজনৈতিক ভুলের মাশুল দিয়েছে আগুন সন্ত্রাস চালিয়ে শত শত সাধারণ মানুষকে হত্যা ও পঙ্গু করে।
এই দল এবং এর নেতৃত্ব সম্পর্কে আর কিছু বলার দরকার আছে ?
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে