![শ্যাম্পু করার আগেই কন্ডিশনার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/06/l-s-3_124514.jpg)
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চুল ঝলমলে করতে শ্যাম্পু করার পর আমরা ব্যবহার করি কন্ডিশনার। কিন্তু জানেন কি শ্যাম্পুর আগেই যদি কন্ডিশনার ব্যবহার করেন, তবে চুল আরও বেশি নরম ও সিল্কি হয়? জেনে নিন যেভাবে ব্যবহার করবেন।
* রাতে ঘুমানোর আগে নারিকেল তেল ম্যাসাজ করুন চুলে। চাইলে কয়েক ধরনের তেল যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল অথবা ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
* পরদিন সকালে আধা কাপ কন্ডিশনারের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে পুরো চুলে লাগান।
* আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* শ্যাম্পুর পর আবার কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।
* চুল প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন আর উপভোগ করুন নরম ও ঝলমলে চুলের সৌন্দর্য!
এবিএন/সাদিক/জসিম/এসএ