শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গাজীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুরে মালিককে হত্যা ও চালককে জখম করে সিএনজি অটোরিকশা ডাকাতির দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় ১০ বছর করে সশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ড দেন।

এ ছাড়া মামলার দুই আসামিকে খালাসের আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কামরুল ইসলাম, শওকত, মিজান ও শাহীন মিয়া। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শওকত পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুরের মাধুখোলা খাসপাড়া এলাকার একটি জঙ্গলে সিএনজিচালিত অটোরিকশার মালিক খোকা মিয়াকে হত্যা করেন আসামিরা। ওই সময় চালক জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান তারা।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে ২০১২ সালের ১৫মে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন গাজীপুরের অ্যাডভোকেট হারিছউদ্দিন আহম্মদ। এ ছাড়া আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মমিন খান ও অ্যাডভোকেট নাসরিন আক্তার।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত