শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • ফেইসবুক থেকে
  • ...দুর্জনদের বলা কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন আমাদের ভি আই পি রা?

...দুর্জনদের বলা কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন আমাদের ভি আই পি রা?

...দুর্জনদের বলা কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন আমাদের ভি আই পি রা?

এই দেশে ভি আই পি রা বাড়ী, গাড়ী,চিকিৎসা ইত্যাদি সব সুযোগ পায়। কেন দেয়া হয়? দেয়া হয় যাতে আমজনতার নিরাপত্তা, সুখ,সমৃদ্ধির জন্য তারা মনযোগ দিয়ে কাজ করতে পারে।

জেলা পর্যায়ে জজ,এসপি,ডিসি,নির্বাহী প্রকৌশলী, সিভিল সার্জন দের জন্য বিশাল বাংলো বরাদ্দ থাকে, থাকে গাড়ী,আলাদা চাকর বাকর সহ বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধা দেয়া হয় যাতে তারা জেলার যাবতীয় জনকল্যাণমূলক কাজের সঠিক তদারকির মাধ্যমে ন্যায্য সেবা জনগণের কাছে পোছে দেয়। বাস্তব চিত্রটা কি? রেজিষ্ট্রি অফিসে দুর্নীতি নিয়ম হইয়া গেছে, সরকারী হাসপাতালের সেবার চিত্র ভয়াবহ,পুলিশের সেবা কতটুকু সন্তোষজনক এইটা আমরা সবাই জানি,বাকি সরকারী প্রতিষ্ঠানের সেবার মান ও খুব সন্তোষজনক না।

কিছু উদাহরণ দেই,

একজন বিচারপতির জন্য বরাদ্দ থাকে পাচ হাজার স্কয়ার ফিটের ফ্লাট,গাড়ী সহ অন্যন্য সুবিধাদি। অথচ তাদের দুর্নীতির খবর ও আমরা সাম্প্রতিককালে দেখেছি।কিছুদিন আগেই দেখলাম দেশের প্রধাণ বিচারপতির দুর্নীতির খবর। অথচ প্রধাণ বিচারপতির প্রাসাদসম বাড়ী, বিএমডাব্লিউ গাড়ী সহ সরকারী সুযোগ সুবিধার অভাব নাই। সর্বোচ্চ কর্মকর্তা সচিবদের ঘুষের খবর,মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট ব্যাবহার করে সুবিধা নেয়ার খবর ও আমরা দেখেছি।

এবার আসি সেইসব ভি আই পি দের কথায় যাদের কে আমরা ভোট দিয়ে ভি আই পি বানাই।অথচ আমাদের ভোটে ভি আই পি হওয়ার পর উনারা আমাদের সুযোগ সুবিধা, নিরাপত্তা বৃদ্ধি র বদলে ব্যাস্ত হয়ে যান নিজেদের বৈষয়িক উন্নতির কাজে,এজন্যই প্রায়ই দেখি অমুক পাচ বছরে আংগুল ফুইলা কলাগাছ,অমুক হইছে বটগাছ। উনারা যদি আমাদের জন্যই চিন্তিত থাকতেন(ব্যতিক্রম নিশ্চয়ই আছেন) তাহলে অনেক খারাপ খবর হয়ত আমাদের পত্রিকার পাতায় দেখতে হইত না।

শেষ কথা হচ্ছে কাজের দ্বারা জনগণের আস্থা ভালবাসা অর্জন করতে পারলে শুধু আলাদা লেন কেন পাবলিক নিজের জীবনটা ও হাসিমুখে দিতে পারে।

একটা উদাহরণ দিতেই হয়,

৫৪ এর নির্বাচনী প্রচারণার সময় এক অতিশয় দরিদ্র বৃদ্ধ মহিলা বঙ্গবন্ধুর হাত ধরে তার কু্ড়েঘরে নিয়ে গিয়ে এক বাটি দুধ,একটা পান দেয় আর বঙ্গবন্ধুর হাতে চার আনা তুলে দিয়েছিলেন নির্বাচনী খরচের জন্য। নিজের কাজের মাধ্যমে জনগণের ভালবসা নিয়ে শেখ মুজিব হয়েছেন বঙ্গবন্ধু।

আর আজকে নাকি কোটিপতি ছাড়া কেউ নির্বাচনের চিন্তাই করতে পারেনা।যারা কোটি টাকা বিনিয়োগ করে ভি আই পি হয় এবং পরবর্তীতে আমাদের রক্ত শুষে সেই টাকা সুদে আসলে উঠায় (ব্যতিক্রম ও আছেন),যারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে নিজেদের দায়িত্ব পালনের বদলে শোষকে পরিণত হয় সেইসব ভি আই পি দের জন্য যতটুকু সুবিধা আছে সেটাই অনেক।

যদি জনগণের দুর্ভোগ লাঘবের চিন্তা করেই আলাদা লেনের প্রস্তাব আসে তাহলে আরেকটা প্রস্তাব বিবেচনার অনুরোধ থাকল।

দেশের সব ভি আই পি দের এবং তাদের পরিবারের চিকিৎসা যেন সরকারী হাসপাতালে করতে বাধ্য থাকে এরকম আইন করেন, তাদের সন্তান রা যাতে বাধ্য থাকে সরকারী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে এরকম আইন করেন।

দুর্জনেরা বলে,বেশীরভাগ ক্ষেত্রে ভি আই পি তদবীর অথবা ঘুষ নাকি সরকারি চাকরী পাওয়ার উপায়, অপরাধ দমনের দায়িত্বে থাকা পুলিশ ও নাকি ঘুষ খায়, টাকার জন্য নিরপরাধ মানুষকে হয়রানি করে,অপরাধীকে তোয়াজ করে, মৌলিক অধিকার যেই স্বাস্থ্য সেবা সেখানে ও সরকারী হাসপাতালে সিট পেতে,মূমূর্ষ রোগীকে আইসিইউ তে দিতে ও ভি আই পি তদবীর লাগে, খাদ্যে ও নাকি ভেজাল হয়,প্রাইভেট হাসপাতালে নাকি আইসিইউ বাণিজ্য করতে গিয়ে মৃত রোগীকে জীবিত দেখানো হয়, জনসেবা করার সর্বোচ্চ মাধ্যম রাজনীতি ও নাকি পয়সা বানানোর সর্বোৎকৃষ্ট মাধ্যম হয়ে গেছে। আলাদা লেন দিয়ে এম্বুলেন্স, ফায়ার সার্ভিস,পুলিশের মত অতি জনগুরুত্বপূর্ণ বাহনের যাবার ব্যাবস্থা করার সুপারিশের পাশাপাশি ভি আই পি দের জন্য ও আলাদা লেন দিয়ে সময়মত জনসেবার কাজে পৌছার ব্যাবস্থা করলে কি উপরে দুর্জনদের বলা কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন আমাদের ভি আই পি রা?

শেখ রফিকুন্নবী’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত