শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

৯ম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু

৯ম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে তাদের নিজ নিজ দফতরে পৃথক বৈঠক করেছেন সংবাদকর্মীদের জন্য নবগঠিত নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক।

এ বৈঠকের মধ্য দিয়ে নবগঠিত ৯ম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু হলো।

বিচারপতি নিজামুল হক প্রথমে হাসানুল হক ইনুর সঙ্গে সচিবালয়ের তার দফতরে সাক্ষাৎ করেন এবং নবম ওয়েজ বোর্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তাকে বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করায় সরকারের প্রতি ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী তাকে স্বাগত জানান এবং ওয়েজ বোর্ড কার্যক্রমের রূপরেখা তৈরির আহ্বান জানান।

ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন এবং যুগ্ম সচিব (প্রেস) ও নবম ওয়েজ বোর্ডের সদস্য সচিব মো. মিজান উল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

ওয়েজ বোর্ড চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গেও তার সচিবালয়ের দফতরে সাক্ষাৎ করেন এবং নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান পরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পরিদর্শন করেন এবং নবম ওয়েজ বোর্ডের কার্যালয় স্থাপনের জন্য পিআইবির পুরাতন ভবনের তৃতীয় তলার একটি অংশ নির্বাচন করেন।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর ও ওয়েজ বোর্ডের সদস্য সচিব মিজান উল ইসলাম এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।

সরকার ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক মো. নিজামুল হককে চেয়ারম্যান করে সংবাদকর্মীদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট ৯ম ওয়েজ বোর্ড গঠন করে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত