
স্বাধীনতার পর জিয়া বেগম খালেদা জিয়াকে ঘরে তুলতে চায়নি। বঙ্গবন্ধু জিয়াকে একরকম ধমক দিয়েই বলেন খালেদা জিয়াকে ঘরে তুলতে। সিলেট সার্কিট হাউজে প্রয়াত দেওয়ান ফরিদ গাজি বিষয়টি বঙ্গবন্ধুকে জানালে তিনি ঢাকা এসে জিয়াকে ডেকে এনে এমন নির্দেশ দেন। তারই প্রতিদান দিল বেগম সাহেবার সৈনিকেরা লন্ডক হাইকমিশন অফিসে বঙ্গবন্দুর ছবির অপমান করে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে