![নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসির আদেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/adalot_125447.jpg)
নেত্রকোনা, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. সোয়াব মিয়া নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার নেত্রকোনার জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. সোয়াব মিয়ার বাড়ি নেত্রোকোনার সদর উপজেলার বর্শিকুড়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, সোয়াব মিয়া সংসার চালানোর টাকায় নিয়মিত জুয়া খেলতেন। এর জেরে ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করেন সোয়াব।
পরদিন শিল্পীর ভাই স্বপন মিয়া বাদি হয়ে সোয়াবের নামে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে। পরে হত্যার কথা স্বীকার করে সোয়াব আদালতে জবানবন্দি দেন।
তদন্ত শেষে ওই বছরের ২৫ জুলাই পুলিশ সোয়াবের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ