![রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/12/wather_125609.jpg)
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, এ ছাড়া মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।
এবিএন/সাদিক/জসিম/এসএ