![আকাশ থেকে কোটি কোটি ভাইরাস পড়ছে পৃথিবীতে!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/15/virus-comes-from-sky_126027.jpg)
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : আকাশ থেকে কোটি কোটি ভাইরাস এসে পড়ছে পৃথিবীতে! ভাবুন তো কী পরিণতি হবে আমাদের? এমনই আতঙ্কজনক এক খবর দিয়েছেন বিজ্ঞানীরা। আমাদের পৃথিবীর উপর নাকি প্রতিদিন আকাশ থেকে এসে পড়ছে অগণিত ভাইরাস।
প্রথমবারের মতো বিজ্ঞানীরা জানতে পারলেন পৃথিবী থেকে বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ারে চলে যাওয়া ভাইরাসরা আবার কিভাবে পৃথিবীর উপর এসে পড়ছে। আর তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বতন্ত্র সব ভাইরাস কেন পাওয়া যায়, সে বিষয়টি হয়তো এই গবেষণার মাধ্যমে জানা যাবে। কানাডার ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ার ভাইরোলজিস্ট কার্টিস সাটল বলেছেন– প্রতিদিন ৮০০ মিলিয়নেরও বেশি ভাইরাস বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ারে গিয়ে জমা হয়। সাটল আরো বলছেন, একটি মহাদেশ থেকে কোনো ভাইরাস বায়ুমন্ডলে উঠে গিয়ে অন্য আরেকটি মহাদেশের বায়ুমন্ডলে গিয়ে জমা হওয়ার সম্ভাবনাও অনেক। সাগরের পানি বা ভূপৃষ্ঠের ক্ষুদ্র বালুকণার সঙ্গে ব্যাকটেরিয়া ও ভাইরাস উড়ে গিয়ে বায়ুমন্ডলে জমা হয়। মূলত সমুদ্রের পানি থেকে বাষ্পের সঙ্গে বেশিরভাগ ভাইরাস আকাশে উড়ে যায় বলেই জানিয়েছেন গবেষকরা। স্পেনের সিয়েরা নেভাদা মাউন্টেন এলাকায় এই গবেষণা চালানো হয়। গবেষকরা বলছেন সেখানে বায়ুমন্ডলে প্রতি বর্গ মিটার এলাকায় কোটি কোটি ভাইরাস ও লাখ লাখ ব্যাকটেরিয়া গিয়ে জমা হচ্ছে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি