বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মানুষের মতো ঘরের দরজা খুলে দেবে রোবট কুকুর! (ভিডিও)

মানুষের মতো ঘরের দরজা খুলে দেবে রোবট কুকুর! (ভিডিও)

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মানুষের মতো ঘরের দরজা খুলবে এমন রোবট কুকর বানিয়েছে বস্টন ডায়নামিকস। ইউটিউবে এই রোবটের ভিডিও প্রকাশ করেছে সফটব্যাংক মালিকানাধীন রোবট নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় ২৫ লাখ গ্রাহক।

রোবটটির নাম বলা হয়েছে স্পটমিনি। প্রথমবারের মতো রোবটটির দরজা খোলার দৃশ্য আনুষ্ঠানিকভাবে সামনে এনেছে বস্টন ডায়নামিকস। দরজা খোলার পাশাপাশি রোবোটিক হাত দিয়ে আরও অনেক কাজ করতে পারে স্পটমিনি।

আড়াই ফুট উঁচু এই রোবটের ওজন প্রায় ৬৬ পাউন্ড বা ৩০ কেজি। ৩–ডি ভিশন প্রযুক্তির মাধ্যমে দেখতে পারে রোবটটি। এতে মোট ১৭টি কব্জা রয়েছে বলে ওয়েবসাইটে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

সাইটে বলা হয়, স্পটমিনি হলো একটি চার পায়ের ছোট রোবট, যা অফিস বা বাসায় আরামে রাখা যায়। একবার পূর্ণ চার্জে ৯০ মিনিট চলবে এটি। আর রোবটটিকে প্রতিষ্ঠানের সবচেয়ে নীরব রোবট বলে দাবি করেছে বস্টন ডায়নামিকস।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত