![আগামী দশকে সমুদ্রের পানির স্তর বেড়ে দ্বিগুণ হবে!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/17/sea-water_126266.jpg)
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : গোটা বিশ্ব এখন বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত। গত ১৫০ বছরে উষ্ণায়নের জন্য সমুদ্রের পানির স্তর বেড়েছে মাত্রাতিরিক্ত। হিমবাহ ও বরফের চাদর গলে পানি হচ্ছে, আর সেই পানি মিশছে সমুদ্রে। সম্প্রতি এক তথ্যে প্রকাশ পেয়েছে আগামী দশকের মধ্যে সেই পানির জন্য সমুদ্রস্তর দ্বিগুণ বেড়ে যাবে। একটি নতুন গবেষণায় দেখা গেছে সাম্প্রতিককালে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে সমুদ্রের পানি। ক্রমশ তা উপকূলকে গ্রাস করছে। ফলে দ্রুত থেকে দ্রুততম হারে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি নগর। বিশেষত উপকূলের জন্য এটি বেশি আশঙ্কার বিষয়। গত সোমবার এই পরীক্ষার রিপোর্ট প্রকাশ পেয়েছে। প্রকাশ করেছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স। বিজ্ঞানীরা সন্দেহ করছেন সমুদ্রের পানিরস্তর দ্রুত বৃদ্ধি পাবে।
তাদের বিশ্লেষণ বলছে, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি ও পরিমাণ পানির স্তর বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে। নিশকানেন সেন্টারের জলবায়ু সম্পর্কিক বিশেষজ্ঞ জোসেফ মাজকুট জানিয়েছেন, সমুদ্রের পানির স্তর বাড়বে ঠিকই। কিন্তু কতটা বৃদ্ধি পাবে, তা মাপা শক্ত। নতুন যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে একথা বলা হয়েছে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি