![পাকিস্তান থেকে ধার করা ব্যবস্থা হচ্ছে কোটা ব্যবস্থা...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/beg_126512.jpg)
পাকিস্তান থেকে ধার করা ব্যবস্থা হচ্ছে কোটা ব্যবস্থা। কোটা মুক্তির জন্য হয়ত করা লাগতে পারে আরেকটা মুক্তিযুদ্ধ। তরুণ সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এই সাম্প্রদায়িক ব্যবস্থা। সারা বিশ্বের মধ্যে নজির বিহীন। এর বিরুদ্ধে বললেই বিএনপি / রাজাকার বলে মানে এটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। পাকিস্থান ভাষা আন্দোলন কারীদেরকেও দেশদ্রোহী বলতে ছাড়ে নাই। চালিয়েছে গুলি। শিক্ষা আন্দোলন কারীদেরকেও বলেছে দেশদ্রোহী।
বিএনপি/জামায়াত সব দলেই তো মুক্তিযোদ্ধা আছে, তারাও তো কোটা সুবিধা নিচ্ছে। অনেক রাজাকারও এখন সার্টিফিকেট ধারী মুক্তিযোদ্ধা। সরকার যদি এই কোটা সংস্কারে পদক্ষেপ না নেয় তা হলে চরম ক্ষতি হয়ে যাবে এই দেশের। মেধাবীরা ধোপে টিকবে না, গোবর গণেশে ভরে যাবে প্রশাসন।
বায়েজিদ বেগ’র স্ট্যাটাস থেকে