বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাজারে আসছে কম দামের আইফোন!

বাজারে আসছে কম দামের আইফোন!

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : এবছর বাজারে আসছে নতুন তিনটি আইফোন। ফোন তিনটি আলাদা আলাদা স্বাতন্ত্র্য বহন করবে। এর মধ্যে একটি ফোন হবে বড় ডিসপ্লের। এই ফোন তিনটির দাম হবে আগের আইফোনগুলোর চেয়ে কম। বলা হচ্ছে, অ্যাপলের এই নতুন ফোন হবে ‘অ্যাফ্রোডেবল প্রাইজে’র।

অ্যাপল চাইছে ১ কোটি আইফোন বিক্রি করতে। এই তিনটির মধ্যে বড় ডিসপ্লের ফোনটি বাকিগুলোর তুলনায় বেশি নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। এ ফোনের বিশেষত্ব হল এর স্ক্রিন হবে ৬.১ ইঞ্চি। এই ফোনটি ফুল স্ক্রিন ডিসপ্লের। ম্যাকের তরফ থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৬.১ ইঞ্চি আই ফোনটি আই ফোন এক্সের মতোই ডিজাইনের। কিন্তু কাস্টমারদের কাছে এটি আরও বেশি গ্রহণযোগ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আই ফোনের দাম আই ফোন ৮ ও আই ফোন ৮ পহ্মাসের মতো হবে না। ৬.১ ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোনের দাম হবে ৬৯৯ ডলারের চেয়েও কম।

এই তিনটি নতুন ফোনে ফেস আই ডি ফিচারও থাকছে। আই ফোন এক্সের মতোই থাকছে এই ফোনের নেভিগেশন সিস্টেম। তবে এই ফোনে ডুয়েল ক্যামেরা ও থ্রিডি টাচের ব্যবস্থা থাকছে না।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত