রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • আদালত
  • দৈনিক আমার দে‌শের সম্পাদক মাহমুদুর রহমা‌নের আগাম জা‌মিন মঞ্জুর
মানহা‌নির মামলায়

দৈনিক আমার দে‌শের সম্পাদক মাহমুদুর রহমা‌নের আগাম জা‌মিন মঞ্জুর

দৈনিক আমার দে‌শের সম্পাদক মাহমুদুর রহমা‌নের আগাম জা‌মিন মঞ্জুর

বান্দরবান, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানহানির মামলায় বান্দরবানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আগাম জামিন মঞ্জুর করেছেন বান্দরবা‌ন চীফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালত।

গতকাল রবিবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুদ্দৌলাহ কুতুবীর আদালতে স্বশ‌রিরে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। আদাল‌তে তার পক্ষে আইনজীবী ছিলেন বান্দরবান ‌জেলা দায়রা জজ আদাল‌তের সিনিয়র অ্যাডভোকেট আবুল কালাম।

বান্দরবান চীফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, ০১ ডিসেম্বর ১৭, ঢাকা প্রেসক্লাবে মাহমুদুর রহমান রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে কটুক্তি করে কথা বলেছেন। এতে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুন্ন হয়েছে এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও সম্মানহানি হয়েছে। রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার মানহানি হওয়ায় সংক্ষুব্ধ হয়ে গত বছরের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন,বান্দরবান শহর যুবলীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দীন চৌধুরী সুমন বাদী হয়ে মাহমুদুর রহমানকে শাস্তি প্রদানের জন্য ১২৩এ/১২৪এ/৫০১/৫০২/৫০৫ ধারায় মানহানির এই মামলাটি দায়ের করেছিলেন।

এবিএন/মোহাম্মদ আব্দুর র‌হিম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত