ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য নিজস্ব অ্যাপ সরিয়ে নিচ্ছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস–এর প্রতিবেদনে বলা হয়, ওয়েব এবং অ্যাপ স্টোর উভয় স্থান থেকেই ম্যাক অ্যাপ সরাতে যাচ্ছে টুইটার। গত শুক্রবার এক টুইট বার্তায় বলা হয়, আমরা প্লাটফর্ম জুড়ে উপযুক্ত টুইটার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এগোচ্ছি। তাই আজ থেকে ম্যাক–এর জন্য টুইটার অ্যাপ আর ডাউনলোডের জন্য থাকছে না। ৩০ দিনের মধ্যে ম্যাক অ্যাপের জন্য সমর্থন দেওয়াও বন্ধ করবে মাইক্রো ব্লগিং সাইটটি। এর মানে গ্রাহককে টুইটার ওয়েবসাইট বা টুইটডেক বা অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে হবে।
অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরানোর আগে এতে গ্রাহকের গড় রেটিং ছিল পাঁচের মধ্যে ১.৭। ম্যাকের জন্য অ্যাপটিতে সময় মতো সমর্থন দিচ্ছিলো না টুইটার। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ–এর প্রতিবেদনে বলা হয়, টুইটার অ্যাপ সময়ের দিক থেকে ব্যর্থ হয়েছে এবং আবারও সর্বশেষ ফিচারগুলো আনতে ব্যর্থ হয়েছে। ম্যাক গ্রাহকদের জন্য ‘মোমেন্টস’ ফিচারটি আনতে সাত মাসের বেশি সময় নিয়েছে প্রতিষ্ঠানটি।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি