![‘১০০ অর্জন আছে, দু’একটি ঘটনায় সর্ব অর্জন নষ্ট হতে দেয়া যাবে না...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/ratan_126656.jpg)
‘১০০ অর্জন আছে, দু’একটি ঘটনায় সর্ব অর্জন নষ্ট হতে দেয়া যাবে না। প্রশ্ন ফাঁসের অভিযোগ, কারা কোথা থেকে কী করছে, কোন কোন দফতর কী করছে। কীভাবে সমস্যার সমাধান করা যায় সার্বিক বিষয় আমি নজর রাখছি। কাজ করেন । মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের নিয়ে বসেন। প্রতিমন্ত্রী, দুই সচিবসহ অন্যদের নিয়ে শক্তভাবে সব কিছু দেখেন। একজন দুজন বললেই সব শেষ হবে না। অনেক অর্জন আছে। কাজ করতে হবে।’ --------প্রধান মন্ত্রী
মন্তব্য : যে বা যারা এ ঘটনাটাকে নিয়ে মাঠ গরম করতে চায় আসলে তাদের উদ্দেশ্যটা কি ? এরশাদ সাহেবের এক নেতা সংসদে পদত্যাগ চাইলেন। তার নেতা আশির দশকে পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে তামাসা করেছে তখন কি তিনি এরশাদের পদত্যাগ চেয়েছিলেন ? আমি ১০০টি বলবো না মাত্র দুটি অর্জন দিয়ে শিক্ষা মন্ত্রীকে সফল বলতে পারি।
১। বছরের প্রথম দিনে ছাত্রদের হাতে বিনা মূল্যে বই তুলে দেয়া
২। একটি মানসম্মত শিক্ষা নীতি প্রণয়ন।
স্বাধীনতার এত বছর পরও যারা এ দুটি পারেনি মাননীয় শিক্ষা মন্ত্রী তাই করে দেখিয়েছেন। অন্যগুলো বাদই দিলাম। এ ব্যাপারটাকে ইস্যু করে কারা কি করতে চাচ্ছে , তাদের মতলবটা কি ?
রতন কুমার মজুমদার’র স্ট্যঅটাস থেকে