![নতুন কনফিগারেশন নিয়ে বাজারে আসছে নোকিয়া ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/nokia-6_126685.jpg)
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : দুরন্ত কিছু ফিচার নিয়ে ফের বাজারে আসছে নোকিয়া ৬৷ ২০ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে ফোনটি৷ নোকিয়া ৬ অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ওরিও ৮.০৷ ম্যাট ব্ল্যাক কালারে পাওয়া যাবে ফোনটি৷
নোকিয়া ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নোকিয়া ৬ গত বছরই লঞ্চ করেছে৷ বিপুল জনপ্রিয় হয় ফোনটি৷ কিন্তু ফোনের কনফিগারেশনে কিছু পরিবর্তন আনতে নতুন করে ফের বাজারে ফোনটি লঞ্চ করার কথা ভাবে চিনা স্মার্টফোন কোম্পানি এইচএমডি গ্লোবাল। এই ফোনটিতেই সর্বপ্রথম নোকিয়া বেজেলহীন বা স্ক্রিনের পুরোটা জুড়েই ডিসপ্লেযুক্ত করতে যাচ্ছে।
বেশ কিছু পরিবর্তন করে বাজারে ছাড়া হচ্ছে ফোনটিকে। আর দামও রাখা হয়েছে নাগালের মধ্যেই। ফলে অল্প দামেই একটি শীর্ষ মানের ফোনের অভিজ্ঞতা এনে দিবে নোকিয়া ৬।
আসুন জেনে নেওয়া যাক নোকিয়া ৬ এর ফিচারগুলো:
* ৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি এবং ১৯২০x১০৮০ পিক্সেল ও কর্নিং গরিলা গ্লাসযুক্ত ডিসপ্লে।
* ৪জিবি র্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
* রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল এবং এফ/১.৮ অ্যাপারচার এর। ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের।
* কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০. ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর।
* ব্যাটারি ৩০০০ এমএএইচ।
* নেটওয়ার্ক সাপোর্ট- ৪জি।
* অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ৮.০।
* ফ্লিপকার্টে ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি