বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাংবাদিকতার আর্ন্তজাতিকায়ন ও বাংলা ভাষার বিশ্বায়নের মতো...

সাংবাদিকতার আর্ন্তজাতিকায়ন ও বাংলা ভাষার বিশ্বায়নের মতো...

সাংবাদিকতার আর্ন্তজাতিকায়ন ও বাংলা ভাষার বিশ্বায়নের মতো পরম প্রাপ্তির একটা সংবাদ জানালেন এবারের একুশের প্রথম প্রহরের আগে শ্রদ্ধেয় সাংবাদিক Naem Nizam. তাঁর ফেসবুক দেয়াল থেকে আমরা জেনেছি, তাঁর সম্পাদিত বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা থেকেও প্রকাশ হবে।

অনেক বছর থেকে এদেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতার চর্চা হচ্ছে। প্রবীণ, বয়োজোষ্ঠ, প্রতিষ্ঠানসম ব্যক্তিত্বদের অভিজ্ঞতা, পরামর্শ আর তরুণদের মেধা, পরিশ্রমের সমন্বয়ে সাংবাদিকতা আজকের অবস্থানে এসেছে। এগিয়ে যাচ্ছে প্রতিদিন।

সাংবাদিকতা, সাহিত্য বা যে কোনোভাবে বাংলা ভাষার আর্ন্তজাতিকায়ন, বিশ্বায়ন পৃথিবীর সব প্রান্তের বাঙালির কাছে গর্বের, আনন্দের। রক্ত, অশ্রুমিশ্রিত বাংলা অক্ষরগুলোই তো আমাদের বারবার দৃঢ় প্রত্যয়ের শপথ। আমাদের অহংকার, আত্মপরিচয়।

অভিনন্দন বাংলাদেশ প্রতিদিন। নমিত মনের অভিবাদন এ পত্রিকার সম্পাদক, প্রিয় ব্যক্তিত্বকে।

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত