বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

স্ট্রোকে সহায়তা করবে গলায় বসানো সেন্সর

স্ট্রোকে সহায়তা করবে গলায় বসানো সেন্সর

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির কথা বলা আর খাবার গলঃধকরণের সক্ষমতা থেকে আক্রান্ত ব্যক্তি কতোটা ভালোভাবে মানিয়ে নিচ্ছেন তা অনেকটা বোঝা যায়। কিন্তু এই বিষয়টি মাপা কঠিন। এক্ষেত্রে মাইক্রোফোনগুলো প্রায়ই রোগীর আর আশপাশের শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না। এ বিষয়টি মাথায় রেখে আনা হয়েছে নতুন এক সেন্সর।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি–এর বিজ্ঞানীরা গলায় পরিধেয় নতুন এই সেন্সর এনেছেন। কেউ নির্বাক হয়ে গেলে এই সেন্সর তা শনাক্ত ও চিকিৎসায় সহায়তা করবে। স্নায়বিক আঘাত বা স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলার সমস্যাকে বাকরোধ বা অ্যাফেসিয়া বলা হয়। তারবিহীন এই ডিভাইসটি আক্রান্ত ব্যক্তির কণ্ঠের কম্পন শনাক্ত করে। এর মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক হয়েছেন কিনা আর চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ কিনা তা যাচাই করবে।

বলা হচ্ছে, এই সেন্সর একটি মাইক্রোফোনের তুলনায় শুধু সঠিকই নয় বরং তুলনামূলকভাবে আরও আরামদায়ক এবং এটি বেশিদিন টিকবে। এতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে গলার ত্বক ভাঁজ হলেও বিরক্ত লাগবে না। এই সেন্সর কাউকে পুরোপুরি সুস্থ করে দেবে না, কিন্তু এটি আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করবে বলেই উল্লেখ করা হয়েছে।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত