![২ সেকেন্ডে ৬০ মাইল অতিক্রম করার গাড়ি আবিষ্কার করলো জাপান!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/22/60-mile-2-second-aspark-owl_127148.jpg)
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : ৬০ মাইল যেতে কতক্ষণ সময় লাগতে পারে? যতই লাগুক৷ ২ সেকেন্ড অন্তত লাগবে না৷ তার অনেক বেশিই লাগার কথা৷ কিন্তু এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়েছে জাপান৷
অত্যাধুনিক এক গাড়ি আবিষ্কার করেছে জাপান৷ মাত্র ২ সেকেন্ডে ৬০ মাইল অতিক্রম করতে পারবে এই গাড়িটি৷ গত বছর ফ্রাঙ্কফ্রুটের অটো শোয়ে এই অ্যাসপার্ক আউল গাড়িটি লঞ্চ করে৷ এটি ৪৩০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন৷ ৮৬০ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিতে পারে এই গাড়ি৷ এই নিয়ে অ্যাসপার্ক আউল একটি ভিডিও বের করেছে৷
ভিডিওযতে দেখা যাচ্ছে মাত্র ১.৯২১ সেকেন্ডে (২ সেকেন্ডের চেয়েও কম) ৬০ মাইল দূরত্ব অতিক্রম করছে অ্যাসপার্ক আউল গাড়িটি৷ ফর্মুলা ওয়ান রেসিং কারের থেকেও এর গতি অনেক বেশি৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাত্র ৫০টি গাড়ি তৈরি করার কথা ভাবছে৷ এর দাম নির্ধারন করা হয়েছে মাত্র ৩ মিলিয়ন ইউরো৷
তবে ভিডিওটিতে স্পিডোমিটারের কোনও ফুটেজ নেই৷ নেই কোনও স্পিড রেকর্ডিং ডিসপ্লেরও ফুটেজ!
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি