
লক্ষ্মীপুর, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। তবে রায়ের সময় আসামি বেল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।
লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন মামলার নথির বরাত দিয়ে জানান, বেল্লাল ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে ধর্ষণ করে। পরে মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি জানালে তিনি স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন। একই বছরের ১২ জুন ধর্ষিতার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
জসিম জানান, মামলার অভিযোগ তদন্ত করে পুলিশ একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারকার্য চলাকালে আদালত ধর্ষিতার জবানবন্দি লিপিবদ্ধ করাসহ আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। সব বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক