শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

...কানার হাতে কুড়াল খুবই বিপজ্জনক !!

...কানার হাতে কুড়াল খুবই বিপজ্জনক !!

কানার হাতে কুড়াল খুবই বিপজ্জনক !!

গতকাল শিক্ষামন্ত্রনালয়ের এক আদেশে ২৩ জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বদলী করা হয়েছে। যেটা রুটিন ওয়ার্ক। কিছু কিছু মিডিয়া এটাতে রং মিশিয়ে নিউজ করলো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার কারণে তাদের বদলী করা হয়েছে। প্রশ্নপত্রের সাথে ডিজি অফিস , এন সি টিবি বা বোর্ডের কর্মকর্তাদের কোন সংশ্লিষ্টতা নেই সেটা কি মিডিয়া জানানে না ? এই সমস্ত মিডিয়ার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ সমাজে যে নেতিবাচক প্রভাব পরবে সেটা কি তারা একবারও ভেবে দেখেছে ? এটা মিডিয়ার কোন নৈতিকতায়

পরে ? ঐ জন্যই লোকে বলে কানার হাতে কুড়াল খুব বিপজ্জনক।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত