বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পলক ফেলতেই তৈরি হবে চিলি প্রন (রেসিপি)

পলক ফেলতেই তৈরি হবে চিলি প্রন (রেসিপি)

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : হ্যাঁ এমনটা বলাই যায়৷ কারণ বাড়ির রান্নাঘর এবং ফ্রিজে যা রোজকার উপকরণ আছে তাই দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিলি প্রন৷ কিভাবে তৈরি করবেন জানেন?

উপকরণ:

চিংড়ি – মাথা ছাড়ানো পরিষ্কার করা চিংড়ি ২০০ গ্রাম

ডিম – ১ টি

কর্ণ ফ্লাওয়ার – কিছুটা

পেঁয়াজ কুচানো – ১ টি এবং ১ চা চামচ রশুন বাটা

রশুন কুচানো – আধা চা চামচ

আদা কুচানো – আধ চা চামচ এবং ১চা চামচ আদা বাটা

ক্যাপসিকাম – ১ টি ছোট করে কাটা

গাজর কুচানো – ১ টি ছোট সাইজের

টমেটো পিউরি – আধা চা চামচ

কাঁচা মরিচ বাটা – আধা চা চামচ

অয়েস্টার সস – আধা চা চামচ

সাদা ভিনেগার – আধা চা চামচ

তেল – পরিমাণ মতো

লবন – পরিমাণ মতো

চিনি – পরিমাণ মতো

পদ্ধতি:

১) প্রথমে কর্ণফ্লাওয়ারে ১টা ডিম মিশিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিন৷

২) এতে আদা ও রসুন বাটা এবং লবণ আন্দাজ মতো দিয়ে ভালো করে নিশ্রণটি নেড়ে নিন৷

৩) এই মিশ্রণে চিংড়ি দিয়ে ম্যারিনেট করুন ১ঘন্টা৷

৪) এবার গরম তেলে ভাজুন ওই ম্যারিনেট করা চিংড়িগুলি৷

৫) অন্য কড়াইয়ে ২চা চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচানো দিয়ে নাড়ুন৷ এরপর এত যোগ করুন গাজর, আদা এবং রসুন কুচানো৷ আবার নাড়ুন৷ তারপর এতে দিন কাঁচা মরিচ বাটা৷ এরপর কিছুক্ষণ কষিয়ে নিন৷

৬) কষানো মশলা থেকে তেল বেরোলে এতে যোগ করুন টমেটো পিউরি এবং অয়েস্টার সস৷

৭) ভাজা চিংড়ি এবার এই মিশ্রণে দিয়ে নেড়ে নিন ভালো করে৷

৮) ভালো করে চিংড়ি এবং মশলা মিশে গেলে তাতে সাদা ভিনিগার এবং একটু চিনি দিন৷

৯) ইচ্ছে হলে ওপরে ছড়াতে পারেন স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজ পাতা৷

ব্যস তৈরি আপনার চিলি প্রন, সার্ভ করুন গরম ভাতে অথবা ফ্রায়েড রাইসে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত