বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জেনে নিন মেহেদি তুলার উপায়

জেনে নিন মেহেদি তুলার উপায়

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : অবাঙালিদের মতোই বাঙালিদের সঙ্গেও এখন জড়িয়ে গিয়ে মেহেদির সাজ৷ বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে মেহেদি মাস্ট৷ বিভিন্ন রঙে অথবা শুধুই মেরুনে জমকালো নকশায় আপনার হাত-পা হয়ে ওঠে আকর্ষণীয়৷ কিন্তু অনুষ্ঠানের কয়েকদিন পরেই সেই মেহেদি উঠতেই যত সমস্যা৷ যাতে এই মেহেদি তাড়াতাড়ি উঠে যায় তার জন্য অনেকে অনেক পদ্ধতির কথা বলে থাকেন৷ চলুন আজ তেমনই কিছু টোটকায় চোখ রাখা যাক-

লেবু:

মেহেন্দির রং গাঢ় করতে যেমন লেবুর রসে চিনি গুলে তা মেহেন্দির ওপর দেওয়া হয়৷ তেমনই মেহেদির রং ওঠাতেও নাকি এই লেবুই ব্যবহার করেন অনেকে৷ এক টুকরো লেবু নিয়ে হাতে ঘষতে হবে৷ কিছু পরে গরম পানিতে তা ধুয়ে ফেলতে হবে৷ কয়েকবার এই কাজ করতে৷ লেবুতে ব্লিচিংয়ের উপাদান থাকে বলে তা রং ওঠাতে সাহায্য করে থাকে বলে মনে করা হয়৷

লবণ পানি:

এক কাপ লবণ, হাফ বালতি পানি মিশিয়ে তাতে নাকি মেহেদি লাগানো হাত বা পা ডুবিয়ে রাখতে হবে৷ এভাবে প্রায় ২০-২৫ মিনিট রাখতে হবে এবং এক দিন পর পর এই কাজ করতে হবে৷ এতেও নাকি কাজ হয়৷

টুথপেস্ট:

টুথপেস্টের অনেক গুন৷ কখনও দাঁত পরিষ্কার, তো কখনও ফোস্কার পড়া আটকানো৷ আবার মেহেদির রং ফিকে করতেও কাজ কর এই টুথপেস্ট৷ মেহেন্দির ওপর পেস্ট লাগিয়ে তা শুকোতে হবে৷ তারপর কাপড় ভিজিয়ে তা দিয়ে ভালো কররে হাত মুছতে হবে৷ কয়েক দিন এই কাজ করলে নাকি সুফল পাওয়া যেতে পারে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত