![বঙ্গবন্ধু অ্যাভিনিউকে 'বিবি অ্যাভিনিউ...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/28/hasan-shantonu_127994.jpg)
বঙ্গবন্ধু অ্যাভিনিউকে 'বিবি অ্যাভিনিউ', রামকৃষ্ণ মিশন রোডকে 'আর কে মিশন রোড' লিখতো, বা বলতো। দ্বিতীয়টি এখন প্রতিষ্ঠিত। রাষ্ট্রধর্ম রক্ষার জন্য সাম্পদ্রায়িক গোষ্ঠী এগুলো করে। 'পবিত্র' পেয়ারে পাকিস্তান 'ভাঙার অপরাধে' বঙ্গবন্ধুর আর 'কাফেরদের ধর্মের' কারো নাম পাকিস্তানি ভাবধারার মুসলমানদের জন্য উচ্চারণ 'হারাম'!
যে গোষ্ঠী কাজগুলো করেছে, তারা সাপের মতো খোলস পাল্টে এখন সরকারের সমর্থক। খোলস বদলালেও বিষ পাল্টায়নি। ওই গোষ্ঠীসহ তাদের উগ্র 'ভাইদের' খুশি করতে সব সংসদীয় আসনে সরকার তিনশ কোটি টাকার মসজিদ নির্মাণ করবে এ বছরের মধ্যেই।
মসজিদ বানানো হবে প্রত্যেক এলাকার সংসদ সদস্যের নেতৃত্বে। এতে দুটি লাভ। ধর্ম প্রসারের কৃতিত্ব আর সাংসদদের পকেটভারী (সবাই নন)। ওয়াজ, মাহফিল আয়োজনের জন্যও কয়েক বছর ধরে কোটি টাকা পাচ্ছেন অনেক সাংসদ।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে