বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গ্রিন টিতে দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ

গ্রিন টিতে দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ

ঢাকা, ০১ মার্চ, এবিনিউজ : বাড়ছে রোদের তীব্রতা। এ সময় রোদ থেকে ত্বক বাঁচাতে প্রয়োজন বাড়তি সতর্কতা। বাইরে যাওয়ার সময় ছাতা নেবেন অবশ্যই। এ ছাড়া সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তার পরও ত্বক কালচে হয়ে গেলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন রোদে পোড়া দাগ। ত্বকের রোদে পোড়া কালচে ভাব দূর করতে গ্রিন টির জুড়ি নেই। জেনে নিন গ্রিন টি যেভাবে ব্যবহার করবেন।

* কয়েকটি গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকে ঠাণ্ডা টি ব্যাগ ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করলে রোদে পোড়া ভাব কমে যাবে।

* ঠাণ্ডা পানিতে গ্রিন টি পাউডার মেশান। নিয়মিত রোদ লাগে এমন ত্বকে সেখানে লাগান মিশ্রণটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর হবে।

* চা তৈরির সময় ধোঁয়া বা ভাপ নিন মুখে। ধীরে ধীরে রোদে পোড়া দাগ কমে যাবে।

* গ্রিন টি, বেকিং সোডা ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। এ ফেসপ্যাকটি দূর করবে সানবার্ন।

* মোটা দানার চিনি, গ্রিন টি ও পানি একসঙ্গে মেশান। মিশ্রণটি ঘষে ঘষে লাগান রোদে পুড়ে যাওয়া ত্বকে। দূর হবে কালচে দাগ।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত