মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

মানুষ কার কথা চিন্তা করছে, তা বোঝা যাবে অনায়াসেই!

মানুষ কার কথা চিন্তা করছে, তা বোঝা যাবে অনায়াসেই!

ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : মন পড়ে ফেলা বিষয়টা নেহাতই কাল্পনিক। আদতে কি তা সম্ভব? এই প্রশ্নকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে নতুন প্রযুক্তি। কাকে নিয়ে আপনি ভাবছেন সেটা বলে দেবে সহজেই। তার ছবিটা স্পষ্ট হয়ে উঠবে।

জানা গেছে, ইউনিভার্সিটি অফ টরেন্টো স্কারবরো–র গবেষক ড্যান নেদ্রোফ, এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন। আর এই পদ্ধতিতে একজন মানুষ কার কথা চিন্তা করছেন, তা বোঝা যাবে অনায়াসেই। এই প্রযুক্তির নাম ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি (ইইজি)।

গবেষক ড্যান জানিয়েছেন, ‘আমরা যখন কিছু দেখি, তার একটা ছবি তৈরি করে নেয় আমাদের মস্তিষ্ক। ইইজি–র সাহায্যে সেই ছবির একটি সঠিক চিত্র ধরা যায়।’ তিনি জানান, তারা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ‘মাইন্ড রিড’ করতে পারে। ব্রেন ওয়েভ বিশ্লেষণ করে, ভাবনায় থাকা মানুষটির মুখাবয়ব সৃষ্টি করা যায়। বৈজ্ঞানিক জার্নাল ‘ইনিউরো’–তে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। এবং বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হয়েছে যে, ‘মেন্টাল ইমপ্রেশন’–কে ‘ডিজিটালি রিক্রিয়েট’ করেই এই ছবি পাওয়া যায়। আরও বলা হয়েছে, নেহাতই একটা আউটলাইন নয়, এই প্রযুক্তিতে একেবারে গোটা মুখটাই এঁকে ফেলা সম্ভব।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত