বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আপেল খেলে মহিলাদের যৌন ক্ষমতা বাড়ে!

আপেল খেলে মহিলাদের যৌন ক্ষমতা বাড়ে!

ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : কথায় আছে দিনে একটি করে আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন পড়ে না। তেমনই মহিলারাও যদি দিনে একটি করে আপেল খেতে পারেন তবে তারা যৌনতা অনেক বেশি করে উপভোগ করতে পারবেন৷ একটি গবেষণায় দেখা গেছে, মহিলারা দিনে একটি করে আপেল খেলে তাদের যৌন ক্ষমতা বেড়ে যায়৷

আপেলে পলিফেনলস ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা জননেন্দ্রিয়র মধ্যে রক্তপ্রবাহকে উত্তেজিত করে তোলে৷ এই কারণেই মহিলারা যৌনতা বেশি করে উপোগ করতে পারেন৷ গবেষকেরা পরীক্ষার জন্য ৭৩১ জন ১৮ থেকে ৪৩ বছর বয়সি মহিলার উপর একটি গবেষণা চালান৷ গবেষণায় অংশগ্রহণকারী মহিলাদের কাছ থেকেই ফিমেল সেক্সুয়াল ইনডেস্ক সম্বন্ধে বিভিন্ন তথ্য উঠে এসেছে৷

গবেষকেরা দেখেছেন, যে মহিলারা দিনে এক থেকে দুটো আপেল খান তাদের যৌন ক্ষমতা খুবই ভাল থাকে৷ আপেলের মধ্যে প্লরিডজিন বা ফিটোএস্ট্রাজেন থাকে৷ এই উপাদানটি এসট্রাডিওলের সমতুল্য৷ এসট্রাডিওল হল মহিলাদের দেহের সেক্স হরমোন যা মহিলাদের যৌন ক্ষমতা বাড়ায়৷ সম্প্রতি আপকাইভ অফ গাইনোকলজি অ্যান্ড অবস্টোট্রিক্স জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত